প্রকাশিত: Thu, Dec 15, 2022 3:45 PM
আপডেট: Sun, Jan 25, 2026 7:37 PM

কোভিড সংক্রমণে বেইজিংয়ের রাস্তা শূন্য, জীবনযাত্রা ব্যাহত

রাশিদুল ইসলাম: ফাঁকা রাস্তা, নির্জন শপিং সেন্টার এবং বাসিন্দারা একে অপরের থেকে দূরে থাকা এ হচ্ছে চীনের বেইজিং-এ নতুন এক স্বাভাবিক জীবন যাত্রা। কারণ শহরটি এখন ‘শূন্য-কোভিড’ লকডাউনের অধীনে রয়েছে। সিএনএন

বেইজিং শহরে কোভিড প্রাদুর্ভাবের প্রভাব গত মঙ্গলবার ধরা পড়ে সানলিতুনে। এরপর ওই এলাকায় সাধারণত জমজমাট দোকান এবং রেস্তোঁরাগুলি গ্রাহকবিহীন হয়ে পড়ে। বেইজিং জুড়ে কমবেশি একই দৃশ্য দেখা যাচ্ছে, কারণ অফিস, দোকান এবং আবাসিক এলাকা থেকে রিপোর্ট পাওয়া যাচ্ছে যে কর্মচারিরা ভাইরাসে অসুস্থ হয়ে পড়ায় কাজের সুযোগ ও ব্যবস্থা দুই কমে গেছে। নির্দেশ দেওয়া হচ্ছে অন্যরা সংক্রামিত হওয়া এড়াতে বাড়িতেই থাকুন। বেইজিংএ একজন কমিউনিটি কর্মী সিএনএনকে বলেছেন যে তার আশেপাশের কমিটির অফিসে ২৪ জনের মধ্যে ২১ জন, আবাসিক বিষয় এবং ক্রিয়াকলাপ সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত এমন সব কর্মকর্তারা গত কয়েক দিনে অসুস্থ হয়ে পড়েছেন। আরেক কর্মচারি সিলভিয়া সান বলেন, যেহেতু আমাদের ঊর্ধ্বতনরা বেশিরভাগই সংক্রামিত, তাই আমাদের খুব বেশি কাজ দেওয়া হচ্ছে না। ইভেন্ট, বক্তৃতা, পারফরম্যান্স, পিতামাতা-সন্তানের কার্যকলাপ অবশ্যই অনুষ্ঠিত হবে না। তবে এর আগে বেইজিংয়ে কোভিড ছোট আকারের প্রাদুর্ভাবের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন বেইজিংয়ে এখন ভাইরাসের বিস্তারের পরিমাণ সম্পর্কে কোনও স্পষ্ট তথ্য নেই। চীনের নতুন কোভিড নিয়মগুলি পরীক্ষার প্রয়োজনীয়তাগুলিকেও শিথিল করা হয়েছিল। কিন্তু পরিস্থতি এখন ভিন্ন বলেই মনে হচ্ছে। অথচ চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) সমস্ত নতুন কোভিড সংক্রমণের গতিবিধির দিকে নজর রাখার চেষ্টা ছেড়ে দিয়েছে, ঘোষণা করেছে যে এটি আর তার দৈনিক গণনায় উপসর্গবিহীন সংক্রমণ হিসেবে অন্তর্ভুক্ত করবে না। যা এর আগে ‘নিশ্চিত’ বা উপসর্গের দিক থেকে একটি পৃথক বিভাগে রিপোর্ট করা হয়েছিল। সর্বশেষ গত বুধবার সকালে কর্তৃপক্ষ আগের দিনের জন্য জাতীয়ভাবে ২,২৪৯ টি লক্ষণগত কোভিড কেস লিপিবদ্ধ করে। এর ২০ শতাংশ রাজধানীতে সনাক্ত করা হয়েছিল। বেইজিং থেকে সিএনএন রিপোর্টিং ইঙ্গিত দিচ্ছে যে চীনের রাজধানীতে সামগ্রিকভাবে মামলার সংখ্যা রেকর্ডের চেয়ে বহুগুণ বেশি হতে পারে এমন শঙ্কাও রয়েছে। সম্পাদনা: খালিদ আহমেদ